Friday 18 May 2018

আলা হজরত ইমাম শাহ্‌ আহমেদ রেজা খান রহমাতুল্লাহ আলাই, WHO IS ALAHAZRAT?



আলা হজরত ইমাম শাহ্‌ আহমেদ রেজা খান রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ (বি:দ্র:-- আজ কাল অনেকে অনেক কে মুজাদ্দিদ বলে মিথ্যা দাবীদার রয়েছে দুনিয়া তে সেই সকল মোনাফেক থেকে সাবধান) যাঁর প্রণীত রচনাবলী তাঁর অসাধারণ যোগ্যতার জলন্ত স্বাক্ষর।।সেই ইমাম আহমেদ রেজা খান আলাইহির রহমাতুর রিদুয়ান কে জ্ঞানের ইনসাইক্লোপিডিয়া বলে যেসকল বিশিষ্ট ব্যাক্তি বর্গ অভিমত দিয়েছেন আজ আমি(সৈয়দ মোস্তাফা সাকিব) সেই নামের লিস্ট কে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরছি............

১)শেখ আহমদ আবুল খায়ের বিন আব
দুল্লাহ মিরদাদ।
(খতিবে মসজিদ হেরম, সৌদি আরব)

২)আল্লামা ড: ইকবাল রহমাতুল্লাহহ আলাই

(সুত্র::- মাক্কালাতে ইয়াওমায়ে রেজা ৩য় খন্ড)

৩)ড: স্যার জিয়াউদ্দিন,সাবেক ভাইস চ্যান্সেলর, আলিগর মুসলিম ইউনিভাররসিটি,ভারত

৪)ড: ইশতিয়াক হোসেন কোরাইশি ভাইস চ্যান্সেলর, করাচী ইউনিভারসিটি।

৫)ড: জমিল জালভী
ভাইস চ্যান্সেলর, করাচি ইউনিভারসিটি

৬)শেখ ইমতিয়াজ আলি
ভাইস চ্যান্সেলর, পঞ্জাব ইউনিভারসিটি

৭)প্রফেসর কারবার হোসেন
ভাইস চ্যান্সেলর, বেলুচিস্তান ইউনিভারসিটি

৮)প্রফেসর মুখতার উদ্দিন আহমদ
ডীন আর্টস ফ্যাকাল্টি আলীগড় মুসলিম ইউনিভারসিটি

৯)সৈয়দ আওসাফ আলী
হামদর্দ ইউনিভারসিটি নিউদিল্লী

১০)প্রফেসর আসগার সাওয়াদি, প্রিন্সিপ্যাল, ইকবাল কলেজ শিয়ালকোট, পাকিস্তান

১১)ডাঃ জহুর আহমদ আজহার
চেয়ারম্যান, আরবি বিভাগ,পাঞ্জাব ইউনিভারসিটি, লাহোর

১২)বিচারপতি কদির উদ্দিন আহমেদ
সাবেক গর্ভনর সিন্ধু প্রদেশ।

১৩)ডাঃ হাবিবুর রহমান লুধিয়ানুভি, পি এইচ ডি গবেষক, আল আজহার ইউনিভারসিটি,মিশর,

১৪)প্রফেসর আজিজ আহমদ
হাল ইউনিভারসিটি, ইংল্যান্ড।

১৫)ড: খলিলুর রহমান আজমি
চেয়ারম্যান উর্দু বিভাগীয়,আলিগর মুসলিম ইউনিভারসিটি, ভারত।

এই ভাবে বিখ্যাত হাজার হাজার জনের অধিক ব্যাক্তিত্ব মতামত দিয়েছেন ইমাম আহমেদ রেজা খান রহমাতুর রিদুয়ান এর জ্ঞানের পাণ্ডিত্য নিজেদের কলমে মতামত পেশ করেছেন।।

★★★★★★
আলহামদুলিল্লাহ্‌ সুম্মা আলহামদুলিল্লাহ্‌ আলা হজরত মুজাদ্দিদে দ্বিনোমিল্লাত ইমাম আহমেদ রেজা খান রহমাতুর রিদুয়ান এমন এক পণ্ডিত ছিলেন যার জীবন ও কর্মের উপর গবেষণা করে এখনো পর্যন্ত যারা ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন তাদের নাম এর লিস্ট কে তুলে ধরলাম আপনাদের কাছে পড়ুন.........

১)প্রফেসর ড: হাফেজ আব্দুল বারী সিদ্দিকী
আরবী বিভাগ সিন্ধু ইউনিভারসিটি।

২)প্রফেসর ড: মজিদুল্লাহ কাদেরী
করাচী ইউনিভারসিটি,পাকিস্তান।
৩)ড: ওশানিয়াল, কলোম্বো ইউনিভারসিটি,আমেরিকা।

৪)ড: তৈয়ব আলি মিসবাহি
বেনারস হিন্দু ইউনিভারসিটি,ভারত

৫)ড: আব্দুন নইম আজিজি রুহিইক্যান্ড ইউনিভারসিটি,ভারত

৬)ড: সিরাজ আহমদ বসতবী, কানপুর ইউনিভারসিটি,ভারত

৭)ড: গোলাম ইয়াহিয়া মিসবাহী,বেনারস ইউনিভারসিটি ভারত

৮)প্রফেসর মুহাম্মদ ইসহাক মাদানি, করাচি ইউনিভারসিটি,পাকিস্তান

৯)প্রফেসর আশিক ছিগতাই করাচী ইউনিভারসিটি,পাকিস্তান।

১০)প্রফেসর সৈয়দ রইস আহমদ করাচি ইউনিভারসিটি,পাকিস্তান।

১১)তানজীমুল ফিরদউস সিন্ধু ইউনিভারসিটি,পাকিস্তান।

১২)প্রফেসর হাফেজ মহম্মদ রফিক পাঞ্জাব ইউনিভারসিটি,পাকিস্তান।

১৩)সৈয়দ শাহেদ আলি নুরানি পাঞ্জাব ইউনিভারসিটি,পাকিস্তান

১৪)প্রফেসর শাহেদ আকতার হাবিবি, কলিকাল ইউনিভারসিটি,পশ্চিমবঙ্গ, ভারত।

১৫)সৈয়দ আরেফ আলি বোম্বাই ইউনিভারসিটি,ভারত

১৬)আনসারী আব্দুর রশিদ পুনে ইউনিভারসিটি,ভারত।

১৭)মোখতার আহমেদ রুহিইল ক্যান্ড ইউনিভারসিটি(বেরেলি)ভারত

১৮)এইচ এম খানেদ আল হামিদি,জামিয়া মিল্লিয়া ইউনিভারসিটি,নয়াদিল্লী ভারত

১৯)সৈয়দ জমীল উদ্দিন,জমিল(সাগর ইউনিভারসিটি,সাগর)

২০)সৈয়দ আবু তাহের এলাহাবাদ
ইউনিভারসিটি,ভারত

২১)সৈয়দ জুলফিকার আলি পাটনা ইউনিভারসিটি,ভারত

২২)আব্দুল মুযতবা রিজভী হিন্দু ইউনিভারসিটি ভারত।

২৩)নওসাদ আলম হানফী বিহার
ইউনিভারসিটি ভারত

২৪)মাওলানা জাবির মিসবাহী মগদ্ধা ইউনিভারসিটি,বিহার,ভারত

২৫)মওলানা মুহাম্মদ আফতাব আলম মিসবাহী মগদ্ধা ইউনিভারসিটি বিহার ভারত।

২৬)মওলানা গোলাম মোস্তাফা আঞ্জুম আলকাদেরী,মায়সুর ইউনিভারসিটি(যুক্তরাজ্য)

২৭)প্রফেসর মুহাম্মদ আনোয়ার খান সিন্ধু ইউনিভারসিটি জামশুরু, সিন্ধু


এই সমস্ত ব্যাক্তি গন ইমাম আহমেদ রেজা খান আলাইহির রহমান এর জীবনী ও কর্ম জীবনের উপর গবেষণা করে ডক্টরেট উপাধি পি এইচ ডি অর্জন করেছেন।।
(সূত্র ::ইমাম আহমেদ রেজা কনফারেন্স স্মরনীকা,১৯৯৪ সাল ১৪১৫ হিজিরী পৃস্টা নং:- ৮০-৮১)

আজ কে যে সমস্ত মানুষ সেই ব্যাক্তিত্ব কে নিয়ে বাজে মন্তব্য করতে গিবত করতে ছোটো করে ব্যাস্ত রয়েছে নি:ন্দেহে বাতিল দলের খাতায় নিজেদের নাম কে সং যুক্ত করে নিয়েছে শয়তান এর ধোঁকায় পরে।।
আল্লাহ্‌ পাক সকল কে হক কে চেনার তৌফিক দান করুন।।
ইতি
গোলামে আলা হাজরত
সৈয়দ মোস্তাফা সাকিব

No comments:

Post a Comment

Featured post

সালাতুল ইস্তেখারা নামাজের বর্ননা।।

  সালাতুল ইস্তেখারা নামাজ পড়ার নিয়ম Madina Madina Madina   আমরা এই নামাজ কেন পড়ব?  কোন কাজের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্যে, অর্...