Friday 18 May 2018

দরুদ শরীফ "(সা:)" এইভাবে সংক্ষেপে লেখার আবিষ্কারকের হাত কর্তিত হয়েছে

লেখাটা পড়া আপনার
ঈমানী দায়িত্ব!!!

"দরুদ শরীফ "(সা:)"
এইভাবে সংক্ষেপে

লেখার আবিষ্কারকের
হাত কর্তিত হয়েছে"

হযরত আল্লামা
জালাল উদ্দীন সুয়ূতী
শাফেঈ [রহমাতুল্লাহ আলাই] বলেছেন,
প্রথম ব্যক্তি যে
সংক্ষেপে দরুদ শরীফ
লেখার কুপ্রথা
আবিষ্কার করেছে,
তার হাত কেটে ফেলা
হয়েছে।
আল্লাহু আকবার!

কেমন মুহাব্বতপূর্ণ যুগ
ছিলো। [সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম]
সংক্ষেপে লেখার
পদ্ধতি প্রচলনকারীর
হাতই কেটে ফেলা
হয়েছে।
এমন হবেনা কেন?
যে শুধু মাল চুরি করে
তার হাত কাটা হয়। এ
হতভাগাতো মাল নই,
বরং হুজুর মোস্তাফা
সাল্লাল্লাহু তা'আলা
আলাইহি ওয়াসাল্লাম
এর মহত্ব চুরি করার
অপচেষ্টা চালিয়েছে।

আর যার অন্তরে হুজুর
মোস্তাফা
[সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম] এর
মহত্ব বদ্ধমূল হয়ে
আছে সে খুব সহজে
বুঝতে পারে যে, মাল
চুরি করা অপেক্ষা
শানে মোস্তাফা
সাল্লাল্লাহু তা'আলা
আলাইহি ওয়াসাল্লাম
চুরি করা জঘন্য
অপরাধ। আর
উপরোক্ত শাস্তি
অপরাধের তুলনায় কম
(ফয়যানে সুন্নাত,
পৃষ্ঠা-২৪৫)

আমাদের অনেক
ইসলামী ভাই বোনেরা
অবহেলা করে পূর্ণ
দরুদ শরীফ না লিখে
(সা:) (SW) (দ:) এইভাবে
সংক্ষেপে লিখে থাকে।
এটা কখনো কাম্য নই।
এইভাবে দরুদ শরীফ
লেখা হারাম এবং নবীর
শানে অবমাননার
শামীল।

সুতরাং বন্ধুরা (সা:)
এইভাবে সংক্ষেপে
কেউ দরুদ শরীফ
লিখবেন না। পূর্ণ দরুদ
শরীফ লিখবেন ।

আল্লাহ তা'আলা
আমাদের সবাইকে
বুঝার তাওফিক দান
করুক। আমিন।

No comments:

Post a Comment

Featured post

সালাতুল ইস্তেখারা নামাজের বর্ননা।।

  সালাতুল ইস্তেখারা নামাজ পড়ার নিয়ম Madina Madina Madina   আমরা এই নামাজ কেন পড়ব?  কোন কাজের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্যে, অর্...