Thursday 9 May 2019

আপনি আপনার মৃত আব্বা ও মা ও আত্মীয়স্বজন এর জন্য কি কি করলে সেই দুয়া ও সওয়াব তাঁরা কবরে শুয়ে শুয়ে পান??পবিত্র আল কোরআন ও হাদীসের আলোকে আপনাদের জন্য তুলে ধরলাম।।(সংকলকঃ- সৈয়দ মোস্তাফা সাকিব )

আপনি আপনার মৃত আব্বা ও মা ও আত্মীয়স্বজন এর জন্য কি কি করলে সেই দুয়া ও সওয়াব তাঁরা কবরে শুয়ে শুয়ে পান??
পবিত্র আল কোরআন ও হাদীসের আলোকে আপনাদের জন্য তুলে ধরলাম।।
(সংকলকঃ- সৈয়দ মোস্তাফা সাকিব)

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 
আল্লাহর নামে আরম্ভ জিনি অসীম দয়া ও রহমতের মালিক 
"اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ "
আল্লাহর নামে আরম্ভ জিনি অসীম দয়া ও রহমতের মালিক


  

Monday 8 April 2019

বিষয়ঃ-- শিক্ষক হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাত্র হজরত উবাইব ইবনে কাব, হযরত যায়েদ ইবনে সাবিত, হজরত ওমর রাদিআল্লাহু তাআ'লা আনহুম।।

বিষয়ঃ-- শিক্ষক হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাত্র হজরত উবাইব ইবনে কাব, হযরত যায়েদ ইবনে সাবিত, হজরত ওমর রাদিআল্লাহু তাআ'লা আনহুম।।
নবী পাক পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে খলিফায়ে আযম সিদ্দিকে আকবর হজরত আবুবকর সিদ্দিক রাদ্বি আল্লাহু তায়ালা আনহুর খিলাফত সময় হযরত আবু বকর রাদিআল্লাহু তা'আলা আনহু সাধারন ভাবে ঘোষণা করেন, যারা কুরআন হিফয  করেন এবং যাদের কাছে কোরআনের কোন অংশ লিখা আছে, তারা যায়েদ ইবনে সাবিত রাদ্বি আল্লাহু তায়ালা  আনহুর কাছে যেয়ে তাকে তা পৌছে দেবে। 

এ নির্দেশ প্রচারিত হওয়ার সাথে সাথেই   চামড়া, পাথর ও কাঠের টুকরা প্রভৃতিতে যার কাছে যে পরিমান ছিল, তিনি তা হযরত যায়েদ রাদিআল্লাহু তা'আলা আনহুর কাছে জমা করেন।


জমা দেয়া শেষ হলে যায়িদ রাদিআল্লাহু তা'আলা আনহু যাচাই আরম্ভ করেন এবং হাফেযে কুরআনের সাথে মিলিয়ে তারতীব এ ধারাবাহিকতা পরীক্ষা করেন। কোন আয়াত সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত তা লিখতেন না।


একবার হযরত ওমর রাদিআল্লাহু তা'আলা আনহু একটি আয়াত এরূপে পাঠ করেন :.....

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ
[সুরা তাওবা আয়াত নাম্বার ১০০]

হযরত যায়িদ রাদিআল্লাহু তা'আলা আনহু তা শােনে বলেন, والأنصار, শব্দের পরে এবং الذین শব্দের পূর্বে একটি و , অক্ষর অর্থাৎ والذین, পড়তে হবে।
হযরত ওমর রাদিআল্লাহু তা'আলা আনহু সন্দেহের মধ্যে পতিত হলেন। এরপর তিনি উবাই ইবনে কা'ব রাদিআল্লাহু তা'আলা আনহুকে এবিষয়ে জিজ্ঞেস করেন।

হযরত উবাই ইবনে কা'ব রাদিআল্লাহু তা'আলা আনহু বলেন, যায়িদ রাদিআল্লাহু তা'আলা আনহুর কিরাআতহ শুদ্ধ, এ বলে তিনি হযরত ওমর রাদিআল্লাহু তা'আলা আনহুর মন থেকে সন্দেহ দূর করে দেয়ার জন্য বলেন.....

“আল্লাহর শপথ! নবী পাক  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাবার সময় আমাকে এ আযত টি শিক্ষা দিয়েছিলেন।”

এরপর হযরত ওমর রাদিআল্লাহু তা'আলা নিজের ভুল সম্বন্ধে নিঃসন্দেহ হন।

এরূপে যে কোন সাহাবীর কিরাআত সম্বন্ধে হযরত যায়েদ রাদিআল্লাহু তাআলা আনহুর মনে সন্দেহ হত, তিনি একে উত্তমরূপে যাচাই ও পরীক্ষা করে নিয়েছেন। সম্পূর্ণরূপে নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত তিনি তা লিখতেন না।

হযরত যায়িদ রাদিআল্লাহু তা'আলা আনহু এরূপে কুরআন সংকলনে এমন শ্রম ও ধৈর্যসহকারে সতর্কতা অবলম্বন করে কুরআন সম্বন্ধে ভবিষ্যতের সর্বপ্রকারের মতবিরােধের পথ বন্ধ করে দিয়েছেন।


সুতরাং প্রত্যেক জ্ঞানী ব্যক্তিই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, চৌদ্দশত বছর পূর্বে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে কুরআন সুদীর্ঘ তেইশ বছর ধরে নাযিল হয়েছিল, তা যেরূপ নাযিল হয়েছিল, আজও তা অবিকল সেরূপই বিদ্যমান রয়েছে।


এ কারণেই খ্রীষ্টান লেখক স্যার উইলিয়াম মূর ও তাঁর গ্রন্থে লিখতে বাধ্য হয়েছেন— “আমরা জানি, দুনিয়ার এমন কোন ধর্মগ্রন্থই নেই, যা পূর্ণ বার শতাব্দী পর্যন্ত কুরআনের ন্যায় সম্পূর্ণরূপে অবিকৃত ও অপরিবর্তিতভাবে বিদ্যমান রয়েছে।”

আমাদের শিক্ষনীয় বিষয়ঃ--

(১) নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সকল সাহাবী রাদ্বি আল্লাহু তায়ালা আনহুম গন নিজেদের শিক্ষক হিসেবে মানতেন।।

(২)প্রত্যেক সাহাবী কিছু সমস্যার মধ্যে পড়লে তাদের মধ্যে যে সাহাবী যে বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উৎকৃষ্ট শিক্ষা অর্জন করেছিলেন তাঁর কাছে গিয়ে সমস্যা সমাধান করতেন।।

(৩)এই ঘটনা থেকে আমাদের ইমান কে মজবুতি দান করে পবিত্র কোরআন শরিফ কত হিকমতের সঙ্গে অনুলিপি লিপিবদ্ধ করা হয়েছে।।

(৪)এ ঘটনা থেকে হজরত আবু বকর সিদ্দিক রাদ্বি আল্লাহু তায়ালা আনহু শাসন কার্যক্রম কত নিখুঁতভাবে পরিচালনা করেছেনে তার আভাস মিলেছে (আলহামদুলিল্লাহ)।

(৫)এ ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নেওয়া দরকার যে প্রতি মুহুর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা প্রদান করতেন।। কখনো বাজারে রাস্তায় যেতে যেতে বা কখনো মসজিদে মিম্বারে বা কখনো ফাঁকা ময়দানের মধ্যে।।


হে মুসলিম সম্প্রদায় তোমার কি তোমাদের মুখের ভাষার দিকে খেয়াল করবেনা??
যে নবী কে শিক্ষা দান করে আল্লাহ তায়ালা ঘোষণা দিলেন সুরা আর রহমানের মধ্যে.....
عَلَّمَ الْقُرْآنَ
তিনি(আল্লাহ্)  কোরআন শিক্ষা দিয়েছেন(নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে)।।
হে মুসলিম সম্প্রদায় নিজের অন্তর কে প্রশ্ন করো...
যে নবী কে আল্লাহ তায়ালা নিজের হিফাজতে শিক্ষা দান করেছেন সেই নবী কে মুর্খ বলতে তোমার ইমানে আঘাত লাগে না??
আল্লাহ্ তায়ালা আমাকে আপনাকে হিফাজত করুন এই রকমের বেয়াদবি ও ফিতনা থেকে।।

Tuesday 26 March 2019

57 টি নতুন বই পুনরায় পি ডি এফ


*আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আরো সাতান্নটি বই পি ডি এফ করলাম। বই গুলি ছোটো কিন্তু অনলাইনে অনেক বড় সাইজের ছিল কিছুটা ছোটো করেছি। করতে গিয়ে কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ যা পড়া যাবে।*


(১)বইঃ-- আহালে বাইয়াত ও আসহাবের প্রতি ভক্তিতে মুক্তি

মুলঃ-- আল্লামা হুসাইন হিলমী ইশীক তুর্কি রহমাতুল্লাহ আলাই

অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)

ডাউনলোড (16 Mb)লিঙ্কঃ--
https://www.mediafire.com/download/391i3lh969iki9i

(২)বইঃ-- নজদ অঞ্চল ও তামিম গোত্র সম্পর্কিত হাদীসের অপব্যাখ্যার রদ

অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)

ডাউনলোড ( 1.5Mb)লিঙ্কঃ--
https://www.mediafire.com/download/pfzxa2i9jnzioy3

(৩) বইঃ-- শরিয়তে মোহাম্মাদীয়া রদ্দে তরীকায়ে মুহাম্মাদীয়া

লেখকঃ-- ইদ্রিশ আলি রেজিভী (বাংলাদেশ)

ডাউনলোড(5.76Mb)লিঙ্কঃ--
https://www.mediafire.com/download/sjbygodtm4zg9dj

(৪)বইঃ-- বাইবেল কি খোদার বানী?
লেখকঃ-- আহমদ দিদাত
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (4.15 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/aj1pbj7yspejl1a
(৫)বইঃ--তাসাউফ সমগ্র
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (13Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/r75rs29kwb8g9dy
(৬)বইঃ--ঈদে মিলাদুন নবী প্রামাণ্য দলিল
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (13.5 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/i2rlxo0mc4v4xoy
(৭)বইঃ-- আহলে হাদীস মতবাদ খন্ডন
মুলঃ-- আল্লামা হুসাইন হিলমী ইশীক তুর্কি রহমাতুল্লাহ আলাই
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (14.9 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/aesbkkmth26w1vp
(৮)বইঃ-- ওহাবী দের প্রতি নসীহত
মুলঃ-- আল্লামা হুসাইন হিলমী ইশীক তুর্কি রহমাতুল্লাহ আলাই
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (2.9 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/eg9ibmr1l31ddvg
(৯)বইঃ-- রসুল প্রেম ও তার আনুগত্য
মুলঃ-- আল্লামা ডঃ জি এফ হাদ্দাদ
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (2.6 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/34xhd1munqqk2fq
(১০)বইঃ-- সাহাবায়ে কেরাম সত্যের মাফ কাটি কিনা?
লেখকঃ-- মুফতি মোজাফফর আহমদ (বাংলাদেশ)
ডাউনলোড (1 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/50d48rq23tn9c3h
(১১)বইঃ-- ইসমাঈল দেহলভী ও বালাকোটের যুদ্ধ
লেখকঃ-- শাহ আবুল হাসান ফারুকী দেহলভী
ডাউনলোড (3.5 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/lar6edsihk4ucj8
(১২)বইঃ-- জান্নাতী দল তথা সুন্নী জামাত কাহারা?
লেখকঃ-- মোহাম্মদ আব্দুল কারীম নাঈমী(বাংলাদেশ)
ডাউনলোড (4.7 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/xf15h6kyy7w95qr
(১৩)বইঃ-- মিলাদে সুয়ুতী ও মিলাদ কেয়ামের দলিল
অনুবাদকঃ-- মাওলানা আব্দুল মান্নান (বাংলাদেশ)
ডাউনলোড (8.5 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/z7h99kz5d154e92
(১৪)বইঃ-- মাওয়ায়িযে নঈমীয়া
লেখকঃ-- আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাই
ডাউনলোড (13.5 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/qrwfk41h8rqrudd
(১৫)বইঃ-- আউলিয়া কেরামের মাযারে ফুল চাদর দেওয়া কি?
লেখকঃ-- সৈয়দ হাসান ইমাম (বাংলাদেশ)
ডাউনলোড (0.9 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/gyadrd3drqa9xaq
(১৬)বইঃ-- ইসলাম ও বিজ্ঞান
মুলঃ-- আল্লামা হুসাইন হিলমী ইশীক তুর্কি রহমাতুল্লাহ আলাই
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (1.05 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/67dkwaa34e4wts3
(১৭)বইঃ-- ছায়া বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কায়া
লেখকঃ-- কলম সম্রাট আরশাদ আল কাদেরী আলাইহির রহমান
ডাউনলোড (2.2 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/vzte7ee7tdtlatu
(১৮)বইঃ-- তাবারুকাত (ফজিলত ও বরকত)
লেখকঃ-- শাহ মাওলানা মুহম্মদ আব্দুল হালিম
ডাউনলোড (3.6 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/mjma70nhtv59s2s
(১৯)বইঃ-- নারায়ে রিসালতের বৈধতা
লেখকঃ-- ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেযা খান আলাইহির রহমান
ডাউনলোড (2.13 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/e34nnxqxeq4nbf6
(২০)বইঃ-- মাওলানা রুমীর ঐশী প্রেমের দর্পন
মূলঃ-- ফাতেমা ফ্লিয়ার নাসেরী বান্নিন (অস্ট্রেলিয়া)
অনুবাদকঃ- কাজী সাইফুদ্দিন হোসাইন ( বাংলাদেশ)
ডাউনলোড (1.13 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/e6zq70aos3e33zj
(২১)বইঃ-- কোরআন ও হাদীসের আলোকে শাফায়াত
লেখকঃ-- ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেযা খান আলাইহির রহমান
ডাউনলোড (1.51 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/10o8sjhdbqn40kg
(২২)বইঃ-- সাত মাসায়েলের সমাধান
লেখকঃ-- হাজী ইমদাদুল্লাহ মহাজীরে মাক্কী আলাইহির রহমান
ডাউনলোড (2.3 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/em26ata7shb78cu
(২৩)বইঃ-- ফায়সালায়ে পাঞ্জ মাশায়ালা
(ফরজ নামাজ,নামাজের পর সম্লিলিত দোয়া,একামতের সময় কখন দাঁড়ানো সুন্নত, আজানের আগে ও পরে দরুদ সালাম,প্রীয় নবীর নাম শুনে আঙুল চুম্বন সহ পাঁচ মাশায়েল)
লেখকঃ-- মহম্মদ ইকবাল হোসেন আল কাদেরী (বাংলাদেশ)
ডাউনলোড (3.22 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/8dobc770y67hcaa
(২৪)বইঃ-- আল ফিক হুল আকবর
লেখকঃ-- ইমামে আযম আবু হানীফা রহমাতুল্লাহ আলাই
ডাউনলোড (2.15 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/fnacwacowb112u2
(২৫)বইঃ-- তানযীহুল রাহমান আনিল কিযযে ওয়ান নুকশান(মিথ্যা সহ সব ধরনের দোষ ত্রুটি থেকে পরম করুনাময়এর পবিত্রের বিবরণ)
লেখকঃ-- মাওলানা আব্দুল মান্নান (বাংলাদেশ)
ডাউনলোড (3.68 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/bd4d8fmdz2pqohf
(২৬)বইঃ-- ওহাবী চিন্তাধারা
লেখকঃ-- কাজী মহম্মদ মঈনুদ্দিন আশরাফী(বাংলাদেশ)
ডাউনলোড (3.82 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/n07uy5fpr4p1u2l
(২৭)বইঃ-- আমলে শরিয়ত
লেখকঃ-- আঞ্জুমানে আহমাদিয়া সুন্নীয়া (বাংলাদেশ)
ডাউনলোড (4.45 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/jxx2gj6eplk61nd
(২৮)বইঃ-- আসরারুল আহকাম
লেখকঃ-- আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাই
ডাউনলোড (9.2 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/u6y5v60n9ilcogb
(২৯)বইঃ-- আউলিয়া কেরামের ওসিলাই খোদার রহমত
লেখকঃ-- আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাই
ডাউনলোড (4.85 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/couua0ic64alvzl
(৩০)বইঃ-- ইসলাম ও ধর্মীয় সংস্কার
মুলঃ-- আল্লামা হুসাইন হিলমী ইশীক তুর্কি রহমাতুল্লাহ আলাই
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (5.64 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/obov7enuaejz4ua
(৩১)বইঃ-- একটি মাত্র দল বেহেস্তী বাহাত্তর দল জাহান্নামী
লেখকঃ-- মাওলানা নুরুল ইসলাম জেহাদী (বাংলাদেশ)
ডাউনলোড (8.05 Mb) লিঙ্কঃ---
একটি মাত্র দল বেহেস্তী বাহাত্তর দল জাহান্নামী লেখকঃ-- মাওলানা নুরুল ইসলাম জেহাদী.pdf
(৩২)বইঃ-- কোরআনের ভুল অনুবাদের নির্দেশিকা (আলা হজরতের তাৎপর্য পূর্ন মার্জিত ব্যাক্ষা)
লেখকঃ-- সৈয়দ মোহাম্মদ সিরা জুল ইসলাম চিশতী (পাকিস্থান)
ডাউনলোড (5.45 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/9h36bet7u30zdn9
(৩৩)বইঃ-- শিয়া ও মাওদুদী মতবাদের পারস্পারিক সম্পর্ক
লেখকঃ-- আবু মাকনুন (বাংলাদেশী)
ডাউনলোড (8.86 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/l7xg4her0vbn86l
(৩৪)বইঃ-- দরসুল কোরআন
লেখকঃ-- আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাই
ডাউনলোড (10.61 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/62wbdjw6h73kwrv
(৩৫)বইঃ-- বাইবেল কোরআন ও হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুলঃ-- আল্লামা হুসাইন হিলমী ইশীক তুর্কি রহমাতুল্লাহ আলাই
অনুবাদকঃ-- কাজী সাইফুদ্দিন হোসাইন (বাংলাদেশ)
ডাউনলোড (10.23 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/5xvdz3e6g3l95w2
(৩৬)বইঃ--ভ্রান্তির বেড়াজালে গোলাম আজম
লেখকঃ-- ফরিদ আহমদ চৌধুরী (বাংলাদেশ)
ডাউনলোড (8Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/iwaoutza388gt6d
(৩৭)বইঃ--ওহাবী আন্দোলন
লেখকঃ--আব্দুল মাওদুদ(বাংলাদেশ)
ডাউনলোড (13 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/arruv9t2gert4rp
(৩৮)বইঃ-- ফরমানে মোস্তাফা সাল্লালাহু আলাইহি ওসাল্লাম
লেখকঃ--আজিজুল হক কাদেরী(বাংলাদেশ)
ডাউনলোড (20 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/1o8v09c86f212zb
(৩৯)বইঃ--সহী মুরাদুল মোমেনীন
লেখকঃ--মাওলানা রেদওয়ানুল হক ইসলামাবাদী
ডাউনলোড (21 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/12iqvmmz9czipcn
(৪০) বইঃ-- হকিকতে খানায় কাবা
লেখকঃ--মাওলানা রেদওয়ানুল হক ইসলামাবাদী
ডাউনলোড (8 Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/53wrorcmdea222c
(৪১)বইঃ-- ইমাম আহমদ রেযা’ আলাইহির রহমান প্রতি অপবাদের জবাব.pdf
মুলঃ- অধ্যাপক ডঃ মুহাম্মদ মাসউদ আহমদ (পাকিস্তান)
অনুবাদকঃ- কাজী সাইফুদ্দিন হোসেন (বাংলাদেশ)
ডাউনলোড(5Mb) লিঙ্কঃ-
https://www.mediafire.com/download/z8yak0qnx17as0t
(৪২)বইঃ--রাসূলুল্লাহﷺ নূর.Pdf
লেখকঃ--ইমাম আহমদ শেহাবুদ্দিন আল কাসতলানী রহমাতুল্লাহ আলাই
অনুবাদকঃ- কাজী সাইফুদ্দিন হোসেন(বাংলাদেশ)
ডাউনলোড(4Mb)লিঙ্কঃ--- https://www.mediafire.com/download/1k183puhjq3hx20
(৪৩)বইঃ- আলা মওদূদীর লণ্ডনের ভাষণের দাঁতভাঙ্গা জবাব -.pdf
লেখকঃ-- ফরিদ আহমদ চৌধুরী
ডাউনলোডঃ--(77MB থেকে 9 MB)
https://www.mediafire.com/download/e2a5e7r3azfzoh5
(৪৪)বইঃ- গুলেস্তাঁ ও বোঁস্তার(বাংলা উচ্চারণ ও বঙ্গানুবাদ).Pdf
মূল_লেখকঃ-- আল্লামা আবু মহম্মদ মুসলেউদ্দিন বিন আব্দুল্লা সিরাজী(পরিচিত নাম শায়েখ শাদী সিরাজী) আলাইহির রহমান
অনুবাদকঃ-- এ বি এম আব্দুল মান্নান(বাংলাদেশ)
ডাউনলোড_গুলেস্তাঁঃ--(124MB থেকে 15 MB)
https://www.mediafire.com/download/s7e7nacux8pxy38
ডাউনলোড_বোঁস্তার--(147MB থেকে 20 MB)
https://www.mediafire.com/download/20x49anc52kj9yk
(৪৫)বইঃ--ঈদে মিলাদুন নবী হচ্ছে সর্ব শ্রেষ্ঠ ঈদ
লেখকঃ--মুফতি মহম্মদ আলি আকবর(বাংলাদেশ)
ডাউনলোড(32Mb to 5.2Mb)লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/h9va996cty29i7u
(৪৬)বইঃ--বিশ্ব নবীর জন্ম ইতিহাস ও মিলাদের হুকুম(দলিল সহকারে)
লেখকঃ--মাওলানা হাফেজ মহম্মদ আব্দুল হক(বাংলাদেশ)
ডাউনলোড(57Mb to 25Mb)লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/d4ewl35fuw4mxd1
(৪৭)বইঃ--পবিত্র ঈদে মিলাদুন নবীﷺ সংকলন
লেখকঃ--শায়েখ গোলাম মাওলা নকশাবন্দী(বাংলাদেশ)
ডাউনলোড(36Mb to 5.7Mb)লিঙ্কঃ---
(৪৮)বইঃ--ঈদে মিলাদুন নবী কি কেন ও তার ফজিলত
লেখকঃ--সৈয়দ শাহ্‌ মহম্মদ জুনায়েদ ওসমানী(বাংলাদেশ)
ডাউনলোড (6Mb)লিঙ্কঃ--
https://www.mediafire.com/download/f76n5540olnytl7
(৪৯)বইঃ মাহে নূর রবিউল অাউয়াল শরীফের তোহফা।pdf.
লেখকঃ-- মুফতি কাজী মহম্মদ আব্দুল ওয়াজেদ (বাংলাদেশ)
ডাউনলোড(2.2Mb)লিঙ্কঃ-
https://www.mediafire.com/download/v4t8xei4suz5r3b
(৫০)বইঃ- আযানের আগে সালাত-সালাম.pdf
লেখকঃ--হাফেজ মোহাম্মদ সোলায়মান আনসারী(বাংলাদেশ)
ডাউনলোড (27Mb  থেকে 3.9Mb)লিঙ্কঃ--
https://www.mediafire.com/download/h4f3ui7tqv82rz3
(৫১)বইঃ--বাহারে শরীয়ত নতুন(সকল খণ্ড একত্রে)
লেখকঃ-- আল্লামা আমজাদ আলি আলাইহির রহমান
ডাউনলোড (178Mb থেকে 42 Mb) লিঙ্কঃ----
https://www.mediafire.com/download/73mb53d8fut93yh
(৫২)বইঃ-কানুনে শরীয়ত(প্রথম খন্ড)নতুন
লেখকঃ-- আল্লামা শামসুদ্দিন আহমদ জাফরী রেজভী রহমাতুল্লাহ আলাই
ডাউনলোড (52.5 Mb থেকে 12.8Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/3lawy81k321lwy1
(৫৩)বইঃ--যলযালা নতুন.pdf
লেখকঃ-- কলম সম্রাট আরশাদুল কাদেরীرحمة الله عليه
ডাউনলোড (37Mb থেকে 8.8 Mb) লিঙ্কঃ----
https://www.mediafire.com/download/2y3f6f5338w0ssj
(৫৪)বইঃ-আহলে সুন্নাত বনাম আহলে বিদাআত নতুন .pdf
লেখকঃ-- আল্লামা অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরী(বাংলাদেশ)
ডাউনলোড (48 Mb থেকে 11Mb) লিঙ্কঃ---
https://www.mediafire.com/download/40e61p9vp9dnsef
(৫৫)বইঃ--ষড়যন্ত্রের অন্তরালে অজানা ইতিহাস(১ম খন্ড)নতুন .pdf
লেখকঃ-- মুহাম্মদ বদিউল আলম রেজভী(বাংলাদেশ)
ডাউনলোড (24Mb থেকে 5 Mb) লিঙ্কঃ----
https://www.mediafire.com/download/be3yyl5vih09vv0
(৫৬)বইঃ--মি'রাজুল মু'মিনীন নতুন.pdf
লেখকঃ-- কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী(বাংলাদেশ)
ডাউনলোড (85Mb থেকে 20 Mb) লিঙ্কঃ----
https://www.mediafire.com/download/now2mz9ic4i9hbi

(৫৭)বইঃ--মি'রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.pdf
মূল-লেখকঃ-- আল্লামা সৈয়দ আহমদ সাঈদ কাযেমী রহমাতুল্লাহ আলাইহি

ডাউনলোড (50Mb থেকে 8.2 Mb) লিঙ্কঃ----
https://www.mediafire.com/download/kwb66eqffc4w105


আল্লাহর রহমতে পুনরায় ৫৭ টি বই পি ডি এফ করতে পেরেছি যদি ডাউনলোড লিঙ্ক মিসিং হয় অনুগ্রহ করে জানাবেন।
যুক্ত হোন *🌹সুন্নী অনলাইন লাইব্রেরী🌹* হোয়্যাটসেপ গ্রুপে।।·
*🌹সুন্নী অনলাইন লাইব্রেরী🌹*
যুক্ত হওয়ার লিঙ্কঃ--
https://chat.whatsapp.com/KUljhCe2yFn4AURm5pMQ7a
*আমাদের কাজে সহযোগিতা করুন ধন্যবাদ সৈয়দ মোস্তাফা সাকিব*

Featured post

সালাতুল ইস্তেখারা নামাজের বর্ননা।।

  সালাতুল ইস্তেখারা নামাজ পড়ার নিয়ম Madina Madina Madina   আমরা এই নামাজ কেন পড়ব?  কোন কাজের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্যে, অর্...