লেখাটা পড়া আপনার
ঈমানী দায়িত্ব!!!
"দরুদ শরীফ "(সা:)"
এইভাবে সংক্ষেপে
লেখার আবিষ্কারকের
হাত কর্তিত হয়েছে"
হযরত আল্লামা
জালাল উদ্দীন সুয়ূতী
শাফেঈ [রহমাতুল্লাহ আলাই] বলেছেন,
প্রথম ব্যক্তি যে
সংক্ষেপে দরুদ শরীফ
লেখার কুপ্রথা
আবিষ্কার করেছে,
তার হাত কেটে ফেলা
হয়েছে।
আল্লাহু আকবার!
কেমন মুহাব্বতপূর্ণ যুগ
ছিলো। [সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম]
সংক্ষেপে লেখার
পদ্ধতি প্রচলনকারীর
হাতই কেটে ফেলা
হয়েছে।
এমন হবেনা কেন?
যে শুধু মাল চুরি করে
তার হাত কাটা হয়। এ
হতভাগাতো মাল নই,
বরং হুজুর মোস্তাফা
সাল্লাল্লাহু তা'আলা
আলাইহি ওয়াসাল্লাম
এর মহত্ব চুরি করার
অপচেষ্টা চালিয়েছে।
আর যার অন্তরে হুজুর
মোস্তাফা
[সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম] এর
মহত্ব বদ্ধমূল হয়ে
আছে সে খুব সহজে
বুঝতে পারে যে, মাল
চুরি করা অপেক্ষা
শানে মোস্তাফা
সাল্লাল্লাহু তা'আলা
আলাইহি ওয়াসাল্লাম
চুরি করা জঘন্য
অপরাধ। আর
উপরোক্ত শাস্তি
অপরাধের তুলনায় কম
।
(ফয়যানে সুন্নাত,
পৃষ্ঠা-২৪৫)
আমাদের অনেক
ইসলামী ভাই বোনেরা
অবহেলা করে পূর্ণ
দরুদ শরীফ না লিখে
(সা:) (SW) (দ:) এইভাবে
সংক্ষেপে লিখে থাকে।
এটা কখনো কাম্য নই।
এইভাবে দরুদ শরীফ
লেখা হারাম এবং নবীর
শানে অবমাননার
শামীল।
সুতরাং বন্ধুরা (সা:)
এইভাবে সংক্ষেপে
কেউ দরুদ শরীফ
লিখবেন না। পূর্ণ দরুদ
শরীফ লিখবেন ।
আল্লাহ তা'আলা
আমাদের সবাইকে
বুঝার তাওফিক দান
করুক। আমিন।
No comments:
Post a Comment